আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজ রহমানের ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করায় কনস্টেবল দের বদলিজনিত কোন তদবির কে প্রশ্রয় না দিয়ে লটারির মাধ্যমে বদলির সিস্টেম করায় সর্ব মহলে প্রশংসার দাবী রেখে চলেছেন।
আজ রোববার (৫ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন এর ড্রিলসীডে ২৫ জন কনেস্টবলকে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে, সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা, ক্যাম্প, ফাঁড়িতে বদলীর সিস্টেম চালু করেন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে উক্ত লটারীর মাধ্যমে বদলি অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, আরওআই রাশিদুল ইসলাম, আরও -১ শেখ জুয়েল হাসান, আরও-২ মো: কামরুল ইসলাম প্রমুখ।
