সমাজের আলো রিপোর্ট: ঈদ বাজার পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি সকালে শহরের বেশ এলাকা পরিদর্শন করেন।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ঈদ বাজার পরিদর্শন করেন। এসময় তিনি ব্যবসায়ীদের সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য বেচাকেনার নির্দেশ দেন। প্রতিটি দোকানে ৩ ফুট দুরত্ব বজায় রাখার আহবান জানান। তিনি বলেন সরকারের নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
