সমাজের আলোঃ কোভিট-১৯ মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে “এনজিও প্লাটফর্ম ” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সভায় সিভিল সোসাইটি এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বর্তমান করোনা পরিস্থিতিতে সকল বেসরকারি সংগঠন এবং সিভিল সোসাইটিকে একযোগে কাজ করার আহবান জানান, তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে ।পেশাভিত্তিক সঠিক তালিকা প্রস্তুত করার জন্য সকলকে সহযোগিতা করতে হবে।তিনি সকল এনজিও প্রতিনিধিসহ সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
