মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ ছিনতাইয়ের প্রস্তুতির সময় পাঁচ ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার রাত পৌনে আটটার দিকে তাদের সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার বাইগুনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ভুয়া ডিবি সদস্যরা হলো, মো: মোস্তফা বিশ্বাস, সুজন শীল, শরীফুল ইসলাম, মোশারফ হোসেন ও মাহবুবুর রহমান।
তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি খেলনা পিস্তল, দু’টি পিস্তলের কভার, একটি ওয়াকিটকি, দু’টি ডিবি পুলিশের পরিচয় পত্র ও পোষাক, দু’টি হ্যান্ডকাপ, দু’টি পুলিশ ফিল্ডক্যাপ, একটি পুলিশ বেল্ট, একটি ভুয়া পুলিশের আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, অস্ত্র রাখার একটি ব্যাগ ও পিস্তল বাধার চেইন উদ্ধার করা হয়েছে।
শনিবার প্রেসব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

