সমাজের আলো : সাতক্ষীরা পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা পওর বিভাগ-১ এর কুক কামরুজ্জামানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জানা গেছে, এই কুকের নাম: শেখ কামরুজ্জামান, ডাকনাম: কামরুল। পিতা: শেখ আবুল হোসেন, মাতা: মনোয়ারা বেগম, সাং: ইটাগাছা (পশ্চিম পাড়া), ডাকঘর: বাঁকাল, উপজেলা ও জেলা: সাতক্ষীরা, জাতীয় পরিচয়পত্র নং: 7777802344, দপ্তর: সাতক্ষীরা পওর বিভাগ-১, বাপাউবো, সাতক্ষীরা। একটা সময়ে সহকারী কুকের কাজ করলেও সে এখন গাড়িচালক। কাগজে কলমে কুক(রাধুনি), তবে বাস্তবে সে একজন প্রভাবশালী ঠিকাদার। ছেলের নামে ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাতক্ষীরা পওর বিভাগ-১ ও ২ এর পুরো উন্নয়ন কাজের নিয়ন্ত্রণ এখন কুক কামরুজ্জামানের হাতে। অভিযোগ আছে কামরুজ্জামানের সঙ্গে কয়েকজন কর্মকর্তার যোগসাজশে সাতক্ষীরাতে দিনের পর দিন চলছে এই অনিয়ম। সাতক্ষীরা পাউবোতে সে একক আধিপত্য বিস্তার করে রামরাজত্ব কায়েম করে চলেছে।

সাতক্ষীরা পওর বিভাগ-১ও ২ কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার উন্নয়নের জন্য সরকার কয়েকশত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে জলাবদ্ধতা নিষ্কাশন ও টেকসই বেড়ীবাঁধ নির্মান করার জন্য কিন্তু সরকারের এই প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই কুক কাম গাড়িচালক কাম অদৃশ্য ঠিকাদার শেখ কামরুজ্জামান। তার লাগামহীন স্বেচ্ছাচারিতা ও ঠিকাদারী ব্যবসাসহ বিভিন্ন অনিয়মের কারনে তালগোল পাকিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরাতে।

অভিযোগ রয়েছে কামরুজ্জামানের সাতক্ষীরা পওর বিভাগ-১ এর সেটআপে বর্তমানে তার পদ না থাকলেও উক্ত ডিভিশনে নিজ জেলা সাতক্ষীরাতে ২২ বছরেরও অধিক সময় চাকুরী করছে। কুক পদে চাকরি করলেও নিজে রান্নার কাজ করেনা, তার কাজ করে অফিসের পিয়ন গোপাল ও মোবারক হোসেন।

কুকের দখলে পাউবো’র চেয়ার-টেবিল ও আলমারিসহ সরকারী বিভিন্ন জিনিসপত্র:

সাতক্ষীরা পওর -১ ও ২ অফিসে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সাথে কথা বলে জানা গেছে কামরুজ্জামান কুক হলেও কাজ করে গাড়িচালকের এবং অফিসের বিভাগীয় হিসাব শাখার চেয়ার-টেবিলসহ অন্তত ১০টি আলমারি দখল করে রেখেছে সে। আর এতে সহযোগী হিসেবে কাজ করছে তার ঠিকাদারী বন্ধু সাতক্ষীরা পওর বিভাগ-১ এর হিসাব করনিক শফিকুল ইসলাম। গভীর সখ্যতা রয়েছে কুক কামরুজ্জামান ও শফিকুল ইসলামের। কোনো নিয়মিত গাড়ীচালক ও সিনিয়র হিসাব- সহকারী সাতক্ষীরা পওর বিভাগ-১ এ টিকতে পারেনা দুর্নীতিবাজ কুক কামরুজ্জামান ও হিসাব করনিক শফিকুল ইসলামের ক্ষমতার দাপটে। সরকারি অফিসের আসবাবপত্র ও আলমারি দখল করে সেখানে বসেই ওপেন ঠিকাদারী ব্যবসা করে যাচ্ছে কামরুজ্জামান ও শফিকুল ইসলাম। কামরুজ্জামানের ঠিকাদারী লাইসেন্স এর নাম- মেসার্স রাফিদ এন্টারপ্রাইজ, ইটাগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা । রাফিদ তার নিজের ছেলের নাম। এই লাইসেন্স দিয়ে দুর্নীতিবাজ সাবেক নির্বাহী প্রকৌশলী মো: আবুল খায়েরের সময়ে একাধিক ডিপিএম কাজ করেছে কামরুজ্জামান। এক পায়ে সমস্যা নিয়ে নিয়মিত গাড়িচালক না হয়েও ঠিকাদারী ব্যবসা ও গাড়ির তেল চুরি করার জন্য ঝুঁকি নিয়ে অফিসের গাড়ি চালিয়ে যাচ্ছে কামরুজ্জামান। তার অন্যতম সহযোগী হিসাব করনিক শফিকুল ইসলামও সাতক্ষীরা জেলার স্থানীয়। সব কিছু দেখেও নীরব পানি উন্নয়ন বোর্ড প্রশাসন ফলে এই সুযোগে দিন দিন আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে কুক কামরুজ্জামান।

পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরাতে দুর্নীতির মুলহোতা কামরুজ্জামানকে একাধিকবার বদলি করা হলেও টাকার জোরে বারবার তা বাতিল হয়ে যায়। সাতক্ষীরাতে যোগদানের পর থেকে রীতিমতো আঙুল ফুলে কলা গাছ হয়েছে কামরুজ্জামান। শহরের ইটাগাছা ওয়াপদার মোড় হতে পশ্চিম দিকে আনুমানিক ২০০ মিটার দূরে ২(দুই) কোটি টাকা মূল্যের পাঁচতলা ফাউন্ডেশন বাড়ির প্রথম তলার কাজ শেষ। অবৈধ ভাবে উপার্জিত সাতক্ষীরার বিভিন্ন শাখার ব্যাংকে লক্ষ লক্ষ টাকার একাধিক ব্যাংক হিসাব ও ডিপিএস আছে স্ত্রী রেখা জামান ও তার নিজ নামে। স্থানীয় কয়েকজন স্টাফকে নিয়ে একটি কঠিন সিন্ডিকেট আছে তার সাতক্ষীরা পওর বিভাগ-১ও ২ এ। ২০১৯ হতে ২০২১ সালে দুর্নীতিবাজ সাবেক নির্বাহী প্রকৌশলী মো: আবুল খায়েরের যোগসাজশে বোর্ডের অনুমতি ছাড়াই কালো টাকা ওপারে জমা করার জন্য ভোমরা ইমিগ্রেশন-ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা হয়ে একাধিক বার ভারত ভ্রমণ করেছে শেখ কামরুজ্জামান। যার পাসপোর্ট নং: BF0365992, একাধিক বার নিউজ হলেও তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা নেয়নি পাউবো প্রশাসন। টাকার জোরে বারবার রীতিমতো তার সব অন্যায় ধামাচাপা পড়ে যায়। সাতক্ষীরা বিখ্যাত চিংড়ি, আম ও সুন্দরবনের মধু পাঠিয়ে উপরমহলকে ম্যানেজ করে বহাল তবিয়তে রয়েছে তেলবাজ কামরুজ্জামান। সাতক্ষীরা পওর বিভাগ-১ও ২ এ থেমে নেই তার ঠিকাদারী ও সাবঠিকাদারী ব্যবসা। এ যেন এক কুকের কাছেই জিম্মি পাউবো প্রশাসন।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে বারবার কল দিলেও সে ফোন রিসিভ করেনি।

কামরুজ্জামানের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ সালাউদ্দিন বলেন আমি অল্প সময়ে সাতক্ষীরাতে এসেছি, আসার পরে তার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। তাকে জিজ্ঞাসা করা হয় এতো অভিযোগ থাকার পরেও কিভাবে শেখ কামরুজ্জামান ২২ বছর ধরে একই স্টেশনে নিজ জেলাতে আছে এবং বর্তমানে তো কুক পদটি সাতক্ষীরা পওর বিভাগ-১ এর সেটআপেও নেই? তবে প্রকৌশলী জনাব মো: সালাউদ্দিন সব দায় বোর্ডের উপর চাপিয়ে দেন। তবে সাতক্ষীরা পওর বিভাগ-১, অফিস সূত্রে জানা যায় যে, পদ না থাকলেও এই অফিস থেকে দুর্নীতিবাজ হিসাব করনিক শফিকুল ইসলামের সহযোগিতায় নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছে কুক কামরুজ্জামান। সচেতন মহল এখন দুর্নীতিবাজ শেখ কামরুজ্জামান ও দুর্নীতিবাজ শফিকুল ইসলামের শাস্তির জন্য দ্রুত দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *