সমাজের আলো রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাম আব্দুল মান্নান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুর পূর্বে তিনি পিতা, মাতা, স্ত্রী ও একটি মাত্র শিশু কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি বেশ কিছু দিন ধরে জ্বর, উচ্চ ডায়াবেটিস, শ্বাস কষ্ট ও ইউরোলজীর সমস্যায় ভুগছিলেন।
উল্লেখ্য, গত ৬ জুলাই ২০২০ তারিখে করোনা পরীক্ষার নমুনা প্রদান করে। ৭ জুলাই ২০২০ তারিখে অসুস্থ হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ তে ভর্তি করা হয়। ৯ জুলাই-২০২০ তারিখে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
