সমাজের আলো : সাতক্ষীরা ভূমি অফিসের দালালদের বিরুদ্ধে জাল-জালিয়াতির অভিযোগ উঠেছে। তাদের দাপটে অতীষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। ভূমি অফিসের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে একজনের জমি অরেক জনের নামে মিউটিশন করিয়ে দেয় এমন ব্যক্তিদের একজন তৌহিদ খান।সাতক্ষীরা পলাশপোল এলাকার মরহুম অজিয়ার রহমানের ছেলে আমির হোসেন খান বলেন, আমার বড়ভাই জাফর আলী খান ১৯৮১ সালের ৩০ নভেম্বর তার ওয়ারেশ সূত্রে প্রাপ্ত পলাশপোল মৌজায় ১১৩৬২ দাগে সাড়ে তিন শতক জমি আমার আপন ছোট চাচা শামসুর রহমান খানের কাছে রেজিস্ট্রি কোবলা দলিলে বিক্রি করেন এবং সত্ত্ব ত্যাগ করে অন্যত্র বসবাস করেন। এরপর ওই জমি সাতক্ষীরা সদর ভূমি অফিস হতে ১৯৮৮ সালের ৭ডিসেম্বর তারিখে ৮৮৯ নং কেসের ২৬৩৫, ২৬৩৬ নং খতিয়ানে শামসুর রহমান খানের নামে এক আনা অংশে ২৬৩৫/১ নং খন্ড খতিয়ানে রেকর্ড সংশোধন করা হয়। যার হোল্ডিং নং ৬১০০। ভূমি অফিসে দালালী করার সুবাদে ওই মিউটেশনটি তৌহিদ খানের নিজ হস্তলেখায় সম্পন্ন হয়। সেই মোতাবেক চলমান জরিপেও শামসুর রহমান খানের নামে ওই জমি রেকর্ড হয়।
কিন্তু তৌহিদ খান পরবর্তীতে সেই একই জমি আবার আমার বড় ভাই জাফর খানের ৮জন ওয়ারেশের নামে ভূয়া কাগজপত্র তৈরি করে আমির হোসেন খানের অংশ থেকে ভূয়া মিউটেশন করে নিয়েছেন। সদর ভূমি অফিস হতে ১৫-০৭-২০১৬ তারিখে মিউটেশন করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন। জমির মালিক সাতক্ষীরা পলাশপোল এলাকার মরহুম অজিয়ার রহমানের ছেলে আমির হোসেন খানকে দেওয়া হচ্ছে জীবননাশের হুমকি। নিরুপায় হয়ে আমির হোসেন খান সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন।
তৌহিদ খানের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগের তদন্ত আজও সম্পন্ন হয়নি। ফলে একের পর এক হুমকি দিয়ে আমির হোসেন খানকে অতীষ্ঠ করে তুলেছেন তৌহিদ খান।
এ ব্যাপারে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার প্রার্থনা করেছেন আমির হোসেন খান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, নভেম্বর মাসে দরখস্ত দিয়েছেন, আমি সে সময় ছিলাম না। আপনাদের কাছে দরখাস্তের কপি থাকলে নিয়ে আসেন, আমি দেখে ব্যবস্থা নিব।
