সমাজের আলো :  গাছের চারা ব্যাবসায়ি মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তার করেছে শহরের সিবি হাসপাতালের সামনে থেকে ২২ আগস্ট সকাল আটটার দিকে । আর আদালতে আসামি প্রেরন দেখানো হচেছ সাতক্ষীরা সদর উপজেলার বল্লী এলাকা থেকে । এভাবে হয়রানি করা হলে মানূষ পুলিশের উপর থেকে আস্তা হারাবেন ।

জানাগেছে,গত ৪ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী এলাকার বীর মুক্তিযোদ্ধা হজরত আলীর বাড়িতে চুরি হয়। তিনি বাদি হয়ে কারো নাম না উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন । ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার হাটখোলা মোড় এলাকার চারা ব্যাবসায়ি জাহিদুল ইসলাম বকুলের ছেলে রিপন হোসেন কে ।

এলাকার শতাধিক ব্যাক্তি লিখিত ভাবে জানান,পিতা ও ছেলে সিবি হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে গাছের চারা বিক্রি করে আসছে। রিপনের নামে থানায় কোন জিডি নেই । শহরের পরিচিত মুখ রিপন ও তার পিতা বকুল। রিপন ভালভাবে কথা বলতে পারেনা । মালায় তাকে ফাঁসানো হয়েছে ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *