সমাজের আলো: সাতক্ষীরা পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাড়িতে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সদরের এক আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর জোৎন্সা আরার বিরুদ্ধে ।এব্যাপরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট লিখিত অভিযোগ করেছেন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। পৃথক কাগজে কম্পিউটার কম্পোজ করা অভিযোগে বলা হয়েছে, ৪ ডিসেম্বর বিকাল ৪টার দিকে সাতক্ষীরা সদরের এক আওয়ামী লীগ নেতা সেল ফোনে কল করে তাদেরকে তার বাসভবনে ডেকে নেন। সেখানে কথাবর্তার এক পর্যায়ে তিনি আগামী পৌর নির্বাচনে জ্যোৎন্সা আরার পক্ষে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন। অভিযোগকারীরা বিষয়টি পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে অবহিত করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর আবেদনে উক্ত স্বাক্ষর জোৎন্সা আরার পক্ষে গ্রহণ না করার অনুরোধ জানান। পৃথক কাগজে কম্পিউটার কম্পোজকারীরা হলেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সেলিম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মিলন এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। উল্লেখ্য, কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী ৫ ডিসেম্বরের মধ্যে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা পাঠানোর জন্য ৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। উক্ত আবেদনের সাথে যুক্ত করার লক্ষে এসব স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে বলে জানা । এবিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, অভিযোগের কাগজ আমি দেখিনি তবে বিষয়টি শুনেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *