সমাজের আলো : সদর উপজেলা শিক্ষক সমিতির অফিসে তালা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৮মে ২০২১) সকালে সাতক্ষীরা শহরের স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন সদর উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে।
সূত্র জানায়, চলতি বছরের ২৭ মার্চ সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মমিনুল-আব্দুল্লাহ পরিষদ জয় লাভ করে। দায়িত্ব হস্তান্তর হয় ৫ মে। শনিবার সকাল ১০টায় নবনির্বাচিত কমিটির প্রথম সভা হওয়ার কথা ছিলো সমিতির কার্যালয়ে। কিন্তু নির্বাচিত নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান সমিতির কার্যালয়ে দু’টি তালা লাগানো । একটি তালার চাবি অফিস সহায়কের কাছে অপর একটি তালার চাবি কার কাছে তা কেউ বলতে পারেনা।সদর উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মো: মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, শনিবার সকাল ১০টায় নবনির্বাচিত কমিটির সভা হওয়ার কথা জানতে পেরে দুইজন শিক্ষক সমিতির অফিস কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন। তারা আমাদের কার্যক্রম করতে দিচ্ছেনা।

