রাকিবুল হাসান : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানিকখালী পুজা বাজারের এক মহিলা চায়ের দোকানীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শ্যামনগর থানায় এজহার দাখিল করেছেন বলে জানা গেছে। ঘটনা অনুসন্ধানে ও এজহার সুত্রে জানা গেছে শ্যামনগরের যাদবপুর গ্রামের মৃত আঃ গফুর শেখের স্বামী পরিত্যাক্তা ২ সন্তানের জননী জীবিকার তাগিদে দিন মজুরের কাজ করে। চলতি বছর মানিকখালী মন্দিরের দূর্গা পুজা বাজারে ভুক্তভোগী মহিলা চায়ের দোকান দেয়। এ সময় পুজা বাজারের ধুমঘাট গ্রামের মৃত এমান চৌকিদারের পুত্র আঃ মজিদ ভুক্তভোগী মহিলার দোকানে এসে তার মোবাইল নং সংগ্রহ করে। আঃ মজিদ মোবাইল নং টি পুজা বাজারের পাশে ভেটখালী গ্রামের হরিপদ যোয়াদ্দারের পুত্র মানবেন্দ্র ( মানু) কে দিলে মানু তার মোবাইল থেকে গত ১৪ আক্টোবর সকাল থেকে রাত ২টা পর্যন্ত ২০/২৫ বার ফোন দিয়ে কু প্রস্তাব দেয়। মানবেন্দ্র মানুর কু প্রস্তাব ভুক্তভোগী মহিলার মোবাইল ফোনে রেকর্ড হয়ে যায়। অবশেষে ভুক্তভোগী মহিলা ইজ্জত বাচাতে ১৪ অক্টবর রাতে বাজারের পাশে তার নানার বাড়ীতে যাওয়ার পথে মানবেন্দ্র মানু সহ তার সহযোগীরা মুখ চেপে ধরে ভেটখালী গ্রামের সনৎ যোয়াদ্দারের পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময়ে ভুক্তভোগী ঐ মহিলার মুখের বাধন সামান্য খুলে গেলে তার ডাকচিৎকারে মন্দিরের স্বেচ্ছা সেবকরা আসলে মানবেন্দ্র মানু লুঙ্গি খুলে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে ভুক্তভোগী ঐ মহিলা বলেন সে ১৬ বছর যাবত স্বামী পরিত্যাক্তা হিসাবে পিতার বাড়ীতে থেকে দিন মজুরের কাজ করে ২ কন্যাকে মানুষ করেছেন। তিনি আরও বলেন এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন, সমাজে মুখ দেখাতে পারছেন না। তিনি ন্যায় বিচার দাবী করেন। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন তিনি অভিযোগ পেয়েছেন তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসী বলেন মানবেন্দ্র মানুর ভাই মুরতি ও এ ধরনের ঘটনা কয়েকবার ঘটিয়েছে। মানিকখালী গ্রামের রফিকের স্ত্রীর সাথে অনৈতিক কাজে কয়েকবার ধরা পড়ে এলাকাবাসীর গন ধোলাইয়ের শিকার হয় এবং মুচলেকা দিলেও বার বার একই ঘটনা ঘটিয়ে চলেছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *