আজহারুল ইসলাম সাদীঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে সাতক্ষীরা সদর উপজেলাধীন ১৪ টি মসজিদ এবং ৪ টি মন্দিরের জন্য অনুদান মঞ্জুরীর চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সদর উপজেলার সভা কক্ষে অনুষ্ঠিত চেক বিতরন ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান ও সাতক্ষীরা পৌর কাউন্সিলর জোসনা আরা প্রমুখ।
উপস্থিত সকল মসজিদ মন্দির এর প্রতিনিধিদের হাতে চেক হস্তান্তর করা হয়।

