আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরায় সদর ভূমি অফিসের নব-নির্মিত দ্বিতল ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক ভাবে নব-নির্মিত ভবন উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান প্রমুখ। সাতক্ষীরা সদর ভূমি অফিসের নব-নির্মিত দ্বিতল ভবনটি ২ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। দ্বিতল ভবন উদ্বোধন শেষে সদর উপজেলা রাজস্ব প্রশাসানের আয়োজনে ১২টি পরিবারের মাঝে বন্দোবস্তকৃত খাস জমির দলিল হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

