সমাজের আলো : সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল তত্বাবধায়কের কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, স্বাচিপের সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমান, পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা.শংকর প্রসাদ বিশ্বাস, বি.এম.এ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সদর হাসপাতালের আর.এম.ও ডা. শেখ ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার ডা.স্মৃতিভা দাস, সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার শিফালি সরকার, সদর হাসপাতালের হিসাব রক্ষক মাসুম বিল্লাহ প্রমুখ। সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- জনবল নিয়োগ সম্পর্কিত আলোচনা, হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা, হাসপাতালে সাইকেল গ্যারেজ এর চাহিদা সম্পর্কিত আলোচনা, বিদ্যমান সাইকেল গ্যারেজ আলাদা স্থানে স্থাপন করা যায় কিনা, স্বেচ্ছাসেবক কর্মীদের বেতন প্রদান সম্পর্কিত, লাশ ঘর স্থাপন সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার আয়ুরব্যাধি ডা. মো. সাইফুল আলম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *