সমাজের আলো : সাতক্ষীরা সদরে বল্লী ইউনিয়নে সতন্ত্র প্রার্থীর প্রচার মাইক পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নৌকার প্রার্থী ও চেয়ারম্যান বজলুর রহমানের ছেলে রাজু আহম্মেদ ও মিলনসহ কয়েক জনকে অভিযুক্ত করা হয়েছে ।
অভিযোগে বলা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সতন্ত্র প্রার্থী এড,মহিতুল ইসলামের আনারস প্রার্থীকের প্রচার চলছিল। পথিমধ্যৌ পথিমধ্যে চেয়ারম্যান ও নৌকার প্রার্থী বজলুর রহমানের বাড়ির কাছে পৌছালে রাজুর নেতৃত্বে প্রচার মাইক কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হয় ।

