সমাজের আলো : এক গ্রামে ৩০ জন মাদকের ডিলার গ্রামটি হলো সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া।
এই গ্রামে গিয়ে খোঁজ নিলেই মিলবে মাদক। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। সকলে তালিকাভুক্ত মাদক মাদকের ডিলার।
একটি সূত্র বলছে সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া গ্রামের আজিজুল ইসলাম ওরফে পলতা, ইসরাফিল, হান্নান, বাবু, কূদ্দূস, মান্নান, টুটল, হাছান, কামরুল, ফারুক, আলম, ফারুক, তুহিন, করিম, লিটন, মজনু, রবি, আহাদ, আছাদুল, সাজুসহ ৩০ জন।
