সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রাণী সম্পদ প্রদর্শনীর নামে লক্ষাধিক টাকারও বেশী, অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়রে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২২ গত ১৬ ফেব্রæয়ারী জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনের জন্য প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহিম ফেব্রæয়ারী মাসের দুই তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেন। জারিকৃত প্রজ্ঞাপনে অনুষ্ঠানের বাজেট করা হয় ২ লাখ ৪৯ হাজার টাকা। অনুষ্ঠানে প্যান্ডেল, স্ট্যাগস, চেয়ার, ট্রিপল, ফ্যান, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন এবং ৫০টি স্টলের জন্য বাজেট হয়েছে ৬৯হাজার ৫০০ টাকা। ব্যানার বাবদ ৩হাজার টাকা, দাওয়াত পত্রের জন্য ৫হাজার টাকা, ৩জন অতিথির সম্মানি বাবদ ৯হাজার টাকা, ৫০জন অতিথিদের নাস্তা বাবদ ২০হাজার টাকা, অনুষ্ঠানে তিন’শ জন খামারী বা সাধারণ মানুষের নাস্তা বাবদ ৬০হাজার টাকা, ৫০টি গবাদী পশুদের খাদ্য বাবদ ১০হাজার টাকা, গবাদী পশুর ভ্যাকসিন ও ঔষধ বাবদ ৫হাজার টাকা, গবাদী পশুদের খাদ্য ও পানির পাত্র বাবদ ১২হাজার ৫০০টাকা, প্রদর্শনীতে অংশ গ্রহণকারী ৩জনকে ১০হাজার করে ৩০হাজার টাকার পুরোস্কার, গবাদী পশু আনা নেওয়ার জন্য ২টি ট্রাক পরিবহন বাবদ ২০হাজার টাকা, প্রচার প্রসার বাবদ ৫হাজার টাকা সহ সর্ব মোট ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্ধ করে সংশ্লিষ্ট অধিদপ্তর। উক্ত প্রাণী সম্পদ প্রদর্শনীতে বাজেট ঠিকঠাক থাকলেও যথাযথ ভাবে খরচ করা হয়নি বলে অভিযোগ তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের অতিথি ও খামারীরা। একাধিক খামারী এ প্রতিবেদককে বলেন, অনুষ্ঠানে গবাদী পশু আনা নেওয়া খরচ তো দূরের কথা আমাদের অধিকাংশ খামারীর ভাগ্যে লাঞ্চ বা দুপুরের খাওয়ারও জোটেনি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবীর ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ জোহরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবিএম আব্দুর রউফ। প্রাণী সম্পদ জেলা ও উপজেলা অফিসের দু’একজন কর্মকর্তা ছাড়া বাইরের কোন অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকতে চোখে পড়েনি স্থানীয় সাংবাদিকসহ খামারীদের। এখন প্রশ্ন হলো কোথায় ব্যায় করা হলো ২ লাখ ৪৯ হাজার টাকা। অনুষ্ঠানে ৫০টি স্টল নির্মাণের কথা থাকলেও ৩৫টি স্টল করেন আয়োজক কমিটি। বাকী ১৫ স্টল নির্মানের অর্থ লোপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উক্ত বাজেটের ২ লাখ ৪৯ হাজার টাকার মধ্যে সব মিলিয়ে লক্ষাধিক টাকা বা কিছু বেশী ব্যায় করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে জানতে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজমুস সাকিব বলেন আমি চলতি বছরের ফেব্রæয়ারী মাসেই যোগদান করেছি। কোন কিছু বুঝে উঠার আগেই এধরণের বড় পরিস্বরের অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছে। নতুন বলে ভূল হয়েছে। আগামীতে বাজেট অনুযায়ী অনুষ্ঠান সফল করতে চেষ্টা করবো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *