সমাজের আলোঃ প্রেমের ফাঁদে ফেলে দশম শ্রেণির এক ছাত্রীকে পাচারের চেষ্টাকালে জনতা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ওই স্কুল ছাত্রীকে। শনিবার (২৭ জুন) রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে এ আটক ও উদ্ধারের ঘটনা ঘটে।
আটককৃত যুবক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দখলপুর গ্রামের ইকমান শরিফ এর ছেলে, ইয়াছিন শরীফ (২২)।
মাগুরা সদরের বরিশআট গ্রামের জৈনক কৃষকের মেয়ে উদ্ধার হওয়া এই স্কুল ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।
ইয়াছিন শরিফের সঙ্গে মোবাইলে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে ইয়াছিন শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে নিয়ে আসে। ভোমরা স্থলবন্দরের ফল মোড় নামক স্থানে কয়েকজন যুবকের সঙ্গে ইয়াছিন কথা বলার সময় সন্দেহ হলে, বিষয়টি মোবাইল ফোনে তার পিতাকে জানায় এবং চিৎকার করায় স্থানীয়রা ইয়াছিনকে আটক ও মেয়েটিকে উদ্ধার করে জাহাঙ্গীর মার্কেটে বসিয়ে রেখে পুলিশে খবর দেয়। উপপরিদর্শক মানিক সাহা পাচারকারী ইয়াছিনকে আটক ও মেয়েটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মানিক সাহা জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে ইয়াছিনসহ ভোমরা এলাকার চার যুবকের বিরুদ্ধে মানবপাচার আইনের ৪ ধারায় মামলা করেছেন। উদ্ধার হওয়া মেয়েটি বিচারিক হাকিম ইয়াছমিন নাহারের কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *