সমাজের আলো। : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম। সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার বিশ্বাস এর কাছ থেকে মঙ্গলবার বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলামের পক্ষে মোঃ আতিকুর রহমান মিন্টু মনোনয়নপত্র গ্রহণ করেন। সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতিকে নির্বাচনে এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম অংশগ্রহণ করবেন। এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মনোনয়নপত্র গ্রহণের পর বলেন, “আমরা জনগণের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে সকল প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।” বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে দলের গুরুত্ব ও সমর্থন আরও বৃদ্ধি পাবে।

