সমাজের আলো :  ৯ জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন । আজ ৯ জনের মৃত্যু হয়। গত ৫ দিনে ৪৫ জনের মৃত্যু। এটি মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য। গ্রামে গ্রামে প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হচেছ ।অনেকে বাড়িতে চিকিৎসা নিচেছন। আক্রান্ত হচেছন গড়ে ৫০ জন করে । ভয়াবহ অবস্থার মধো সাধারন মানুষ দিন পার করছে।হাসপাতালে রোগী ভর্তি নিচেছ না । আইসিওতে রোগীদের স্থান হচেছ না ।৭\৮ দিন লড়াই করছে জীবন যুদ্ধে সাধারন বেডে।সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার এ কথা জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *