সমাজের আলো: নতুন করে এক পুলিশ সদস্য ও এক পৌর কর্মীসহ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ (১৭ জুলাই) পর্যন্ত ৪৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।শুক্রবার (১৭ জুলাই) পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (১৭ জুলাই) পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ১৬১ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ২২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৪৬৮ জন করোনা পজিটিভ ও বাকীদের সব নেগোটভ রিপোর্ট এসেছে।
