সমাজের আলো : এক ব্যাবসায়ির টাকা ছিনতাই হয়েছে। শনিবার রাতে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ছয়কুড়া মোড়ে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালিয়ে ছিনতাই করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার ভবানিপুর গ্রামের ধান ব্যাবসায়ি শনিবার রাতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ছকুড়া মোড়ে পৌছালে দুটি মটরসাইকেল চার ছিনতাইকারী তাকে থামায়। থাকে চাকু দিয়ে হত্যার চেষ্টা করে ৫ লাখ টাকা ছিনতাই করে নেয়। আহত ব্যাবসায়িকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে টাকার পরিমান কমবেশি হতে পারে।

