​সমাজের আলো।।

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটের গুরুত্ব এবং সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনকালীন ভোটারদের আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ ছিল এই সভার অন্যতম উদ্দেশ্য।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, উপজেলা তথ্য সহকারি কর্মকর্তা বিদিশা বিশ্বাস ও যুব প্রতিনিধি হৃদয় মন্ডল।

সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য। তারা আরও উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায়ে প্রচারণার মাধ্যমে প্রতিটি ঘরে নির্বাচনের বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

​সভায় বিভিন্ন স্তরের স্থানীয় নারী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভাটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *