সমাজের আলো : নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণফোরম কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী অনুযায়ী গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার বুধবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ উন্মক্ত মঞ্চে এক সভা গণফোরম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলী নূর খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গনফোরাম সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, এআর এম নাজমুল হাসান, ডা: আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আব্দুল মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা শাখার সভাপতি প্রভাষক কবির হোসেন, আশাশুনি উপজেলা শাখার আহবায়ক আসাদুল হক লাল্টু কলারোয়া শাখার সাধারন সম্পাদক খোদাবকস সরদার, সহ-সভাপতি ডা. মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম। যুব গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক রমছেদ আলী, সদস্য সচিব বেল্লাল হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, চাল, ডাল, তেল, পেয়াজ রসুন গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্দ্ধগতি। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সরকারি ছত্রছায়ায় মজুদদাররা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের জীবন যাত্রা বাধাগ্রস্ত করছে। সরকার একদিকে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে তাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার আগেই কেড়ে নিয়েছে। এখন মুনষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করে মানুষের খাদ্য কেড়ে নিতে চায়। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর আহবান জানিয়ে বক্তারা আরো বলেন এই সরকারের দু:শসনের বিরুদ্ধে সাধারন মানুষকে আগামী দিন জাতিয় ঐক্যের মাধ্যমে সরকারের বিরুদ্ধে রাজপথে আসার আহবান জানিয়ে ইতোমধ্যেই গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু দেশবাসীর প্রতি যে আবহান জানিয়েছেন সেই আহবানে সাড়া দিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

