সমাজের আলো।। সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বুধবার (৩০ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য চাঁদনী খাতুনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবনিযুক্ত নায়েককে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পদোন্নতি দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। পুলিশের প্রকৃত শক্তি হলো শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। আশা করি, নতুন দায়িত্বে থেকে চাঁদনী খাতুন জেলা পুলিশের সুনাম আরও বৃদ্ধি করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনসহ সাতক্ষীরা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

