সমাজের আলো: সাতক্ষীরার হাওয়ালখালীতে জমি দখলে ব্যর্থ হয়ে আপন দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৪ শে জুলাই) আনুমানিক বিকাল ৫.৩০ টার দিকে সাতক্ষীরার ১নং ইউনিয়ন বাশদাহর হাওয়ালখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হাওয়ালখালী গ্রামের বাসিন্দা মোঃ রুহুল আমিনের(৬০) নিজস্ব জমিতে প্রতিবেশীর জোরপূর্বক বসতভিটা নির্মাণের খবর পেয়ে বাধা প্রদান করতে গেলে এ জমির মালিক তিনি দাবি করে প্রতিবেশি মোঃ তহিদুর রহমান ও তার সঙ্গীয় চেলাবেলা সমেত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তার ভাই মোঃ রুহুল কুদ্দুস (৫৫) তাকে রক্ষা করতে এলে ঘাতক মোঃ তহিদুর রহমান তার মাথার বামদিকে দা দিয়ে কোপ চালিয়ে দেয় এতে তিনি মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত অবস্থায় মোঃ রুহুল কুদ্দুস (৫৫) কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় জমির মূল মালিক মোঃ রুহুল আমিন (৬০) বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগ পত্রে উল্লেখ্য যে, আমি মোঃ রুহুল আমিন (৬০) (এনআইডি নং ৯১২৮৩১৬১৩১), পিতা- মৃত রমজান আলী সরদার, সাং- হাওয়ালখালী, থানা ও জেলা সাতক্ষীরা। আপনার বরাবর বিবাদী ১ মোঃ তহিদুর রহমান (৪২), পিতা- আঃ রাজ্জাক, ২। মোঃ ইব্রাহিম (১৯), পিতা- মোঃ তহিদুর রহমান, ৩। মোঃ হাসান (৪৫), পিতা- আঃ সাত্তার, সর্ব সাং- হাওয়ালখালী, থানা ও জেলা সাতক্ষীরাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি আমার কোবলাকৃত সম্পত্তি হইতেছে। উক্ত বিবাদীরা জমির কোন বৈধ মালিক না। তাহারা অন্যায় ভাবে জমি দখল করার পায়তারা করিয়া আসিতে থাকে। গত ইং- ২৪/০৭/২০২১ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আমি জমিতে গেলে উক্ত বিবাদীরা হঠাৎ লাঠিসোঠা নিয়ে আমাকে বেধড়ক মারপিট করে। ঐসময় আমার ভাই রুহুল কুদ্দুস (৫৫) ঠেকাইতে গেলে ১নং বিবাদী দা দিয়ে হত্যা করার উদ্দেশ্যে ভাইয়ের মাথার বাম পাশে কোপ মেরে কাটা রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী আমার গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। বিবাদীরা লোহার রড ও লাঠি দিয়ে আমাদের শরীরের বিভিন্নস্থানে বাড়ি মেরে ফোলা জখম করে। বিবাদীরা আমাদের খুন জখম করিবে বলিয়া হুমকি দিয়ে চলে যায়। সাক্ষী- ১। মোঃ হাফিজুল ইসলাম, পিতা- মোঃ আকের আলী সরদার, ২। মোঃ সবুজ, পিতা- মৃত আঃ লতিফ, উভয় সাং- হাওয়ালখালী, থানা ও জেলা- সাতক্ষীরা সহ আরও অনেকে ঘটনা দেখে ও জানে। আমার ভাই হাসপাতাল হইতে চিকিৎসা গ্রহন করিয়াছে। আমি স্থানীয় ডাক্তারের নিকট হইতে চিকিৎসা গ্রহন করি। চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।

তফসিল জমিঃ থানা ও জেলা- সাতক্ষীরা, মৌজা- কাওনডাঙ্গা, খতিয়ান নং- ১২৫৪, দাগ নং- ৪৬৯৩, জমির পরিমান ৪০ শতকের মধ্যে ০৮ শতক। উক্ত ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সাহায্য কামনা করেছে বাদী পক্ষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *