সমাজের আলো:-গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে ১১ টার দিকে শহরের পাকাপোল সংলগ্ন স্বর্ণপর্টির সাতক্ষীরা জুয়েলার্স এসোসিয়েশনের নিজস্ব কার্যালয় থেকে প্রতিষ্ঠাবাষির্কীর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধাণ সড়ক প্রদক্ষিন শেষে সমিতির কার্যালয় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সভাপতি গৌর দত্ত, সাবেক সভাপতি দিন বন্ধু মিত্র, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার, সহ-সভাপতি বলয় দে, সাবেক সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান বুলু, মৃত্যুঞ্জয় আঢ্য প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টি মূখ করান জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক।
