সমাজের আলো :- শত শত গরু আক্রান্ত হয়েছে। চিকিৎসা দেওয়ার পরও গরু সূস্থ হচ্ছে না। প্রতিনিয়ত গরু মারা যাচ্ছে। এতে করে কৃষক ও খামারিরা দিশেহারা হয়ে পড়েছে।
অভিযোগ করছে গরুর মালিকরা চিকিৎসায় অনেক টাকা খরচ হচ্ছ। তাতেও গরু সুস্থ হচ্ছে না। সরকারি কোন প্রানী চিকিৎসকদের এলাকায় দেখা যাচ্ছে না।
সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলার তুজলপূর, হাছিমপুর, রাজবাড়ি, ভাটপাড়া,বিহারিনগর গ্রামে ঘুরে দেখাগেছে গরুর গায়ে গোটা গোটা ঘা। সারা গায়ে চামড়া ফুলে ফুলে উঠেছে। পক্স দেখা দিয়েছে। এলাকায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এ রোগ। হাজার হাজার গরু আক্রান্ত হয়েছে। এ সকল গ্রামের কমপক্ষে ৫০ থেকে ৬০ টি গরু মারা গেছে।
সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের কৃষক আল মামুন জানান, তার দুটি বড় গাভী বসন্ত রোগে (এলএসডি) আক্রান্ত হয়ে মারা গেছে। একই গ্রামের বাবলু রহমানের দুটি, হাফিজুর রহমানের একটি, আরশাফুল ইসলামের একটি, পীযূষ কুমারের একটি, ওমর খাত্তাবের দুটি, আফসার আলীর একটি, রবীন্দ্রনাথের একটি, রাশেদ মেননের একটিসহ অন্তত ১৫-১৬টি গরুর মৃত্যু হয়েছে এ রোগে। নিজ উদ্যোগে স্থানীয় পশুচিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়ার পরও গরু সুস্থ না হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাদের।
কৃষক বাবলু রহমান ও আফসার আলী জানান, বসন্ত রোগে ছনকা গ্রামে এতগুলো গবাদিপশু মারা গেল অথচ উপজেলার পর্যায়ের কোনো প্রাণিসম্পদ কর্মকর্তার সহযোগিতা তারা পাননি। সময়মতো ভ্যাকসিন বা অন্যান্য সরকারি চিকিৎসা নিশ্চিত করা গেলে হয়তো এতগুলো গরুর মৃত্যু হতো না।
সাতক্ষীরা সদর উপজেলার তুজলপূর গ্রামের রবিউল ইসলাম,ছয়ুদ আলী,বিহারিনগর গ্রামের নাজমুল হক, বারুইবাসা গ্রামের সুবধ মন্ডল জানান, প্রথমে গরুর গায়ে ছোট ছোট গুটি গুটি দেখা দিচ্ছে। দিন পার হওয়ার সাথে সাথে গায়ের ঘা বড় হচ্ছে। পরে গরুর সারা গায়ে ছড়িয়ে পড়ছে। গরুর গায়ে প্রচন্ড তাপ দেখা দিচ্ছে। পা ফুলে যাচ্ছে। গরু খাচ্ছে না। গরু রোগা হয়ে যাচ্ছে। গ্রামের প্রানী চিকিৎসকরা গরুর চিকিৎসা দিচ্ছে। চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে। তার পরও গরু সুস্থ হচ্ছে না। চিকিৎসকররা বলছে এ রোগের কোন চিকিৎসা নেই। এটি এক ধরনের ভাইরাস। বাতাসা উড়ে। ঘরে ঘরে এ রোগ দেখা দিয়েছে।
গরুর মালিকরা অভিযোগ করেন সরকারি কোন প্রানী চিকিৎসক এলাকায় আসে না। কোন খোঁজ ও নেন না। দামি দামি গরু পক্সকে আক্রান্ত হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে। টাকা খরচ হচ্ছে তার পরও গরু সুস্থ হচ্ছে না।
সাতক্ষীরা জেলা প্রানী চিকিৎসক আব্দুর রউফ জানান, এটি এক এক ধরনের ভাইরাস। নাম লাফিং ডিজিট।
মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভয়ে সঠিক তথ্য জেলা অফিসে পাঠান না। তার পরও জেলায় ৮০০-৯০০টি গবাদিপশু গত এক মাসে লাম্পি ডিজিজে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
তবে জেলা প্রাণিসম্পদ অফিস থেকে ভ্যাকসিনসহ বিভিন্ন প্রতিষেধকমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তাই রোগটি এখন নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি খামারি বা গৃহপালিত পশু পালনকারীদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে, তারা যেন গোয়াঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং রাতে মশারির ব্যবস্থা করেন।
