সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও নৈশ প্রহরীর প্রতি এমন আড়ম্বরপূর্ণ বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা সহসা চোখে পড়ে না

সমাজের আলো।। : সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানজিদা নাহার ও বিদ্যালয়ের নৈশ প্রহরী আজগার আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন এঁর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সহকারী শিক্ষক রুপ কুমার মন্ডল, মো. মিজানুর রহমান, রমেশ চন্দ্র ঘোষ, উজ্জ্বল চক্রবর্তী, শেখ তানজেরুল হক, মজনুর রহমান, মো. রেজাউল সরদার, রেবা মন্ডল, খাদিজা খাতুন, শাহিনা আক্তার, মো. আশিকুর রহমান, পাপিয়া খাতুন, মোছা: রিনা পারভীন, মো. শাহিনুর রহমান, মো. রাজু আহমেদ, সৌমেন কুমার, মিঠুন কুমার মন্ডল, অফিস সহকারি মো. সাইদুর রহমান, ল্যাব সহকারি মো. মাসুম বিল্লাহ প্রমুখ।
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানজিদা নাহার ও বিদ্যালয়ের নৈশ প্রহরী আজগার আলীর অবসর জনিত এক বিরল আড়ম্বরপূর্ণ বিদায়ী অনুষ্ঠান স্কুল মিলনায়তনে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা সম্মাননা দেওয়া হয়েছে। উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কেউ কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষক ও নৈশ প্রহরীর প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা ও সম্মাননা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানজিদা নাহার ও বিদ্যালয়ের নৈশ প্রহরী আজগার আলীর অবসর জনিত এক বিরল আড়ম্বরপূর্ণ বিদায়ী অনুষ্ঠানে তাদেরকে ফুল, ক্রেস্টসহ প্রচুর উপহার সামগ্রী প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন এর পক্ষ থেকে এত সুন্দর একটি বিদায় সংবর্ধনা স্মরণীয় হয়ে থাকবে বিদায়ী শিক্ষক ও নৈশ প্রহরীর জন্য। বিদায়ী সহকারি শিক্ষিকা সানজিদা নাহার শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বিদায় বক্তব্য রাখতে শুরু করেন তখন পিন পতন নিরবতার মধ্যে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সামনে বসা শিক্ষার্থী সকলের দৃষ্টি মুক্তমঞ্চের দিকে। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন শিক্ষার্থীরা সাথে কাঁদলেন বিদায়ী সহকারি শিক্ষক সানজিদা নাহার ও বিদ্যালয়ের নৈশ প্রহরী আজগার আলী। বিদায়বেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানজিদা নাহার ও বিদ্যালয়ের নৈশ প্রহরী আজগার আলী। এসময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *