সমাজের আলো : র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর অভিযানে ৫৩ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ মাসুম খান (২০)। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে শার্শা উপজেলা পরিষদ (ইউএনও) অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা উক্ত স্থানে অভিযান চালায়। এ সময় আটক ব্যক্তিকে ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। এব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে। মামলা নং-২১, তারিখ ২৯/১০/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৪ (গ)।

