সমাজের আলো : স্বামী বিড়ি খায়। এটি স্ত্রীর পছন্দ করেন না। সোমবার সকালে স্ত্রী জানতে পারে স্বামী বিড়ি খেয়েছে। এর কিছু সময় পর স্বামীর উপর অভিমানে খাস পুড়া বিষ খান। সারাদিন চিকিৎসাধীন ছিল। রাতে মারা যান । সাতক্ষীরা সদর উপজেলার বারুইবাসা গ্রামের ঘটনা এটি ।
পরিবারের সদস্যরা ফলছে সদর উপজেলার বারুইবাসা গ্রামের অসিম কুমারের সঙ্গে কিছু দিন আগে বিয়ে হয় সদর উপজেলার ডিগেরডাঙ্গা গ্রামের আমলের মেয়ে অনামিকার সঙ্গে বিয়ে অসিম কুমারের। অসিম বিড়ি খেতেন। কিন্ত স্ত্রী অনামিকা পছন্দ করতেন না । এতে করে ক্ষোভে অভিমানে ঘাস মারা ঔষুধ খেয়ে আত্মহত্যা করে।

