সমাজের আলো : মাদক বিক্রয়ের প্রতিবাদ করায় একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, ৮ফেব্রæয়ারী সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্রীপতিপুর গ্রামে। এঘটনায় কলারোয়া থানায় ৯জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-১২,তারিখ-৯ ফেব্রæয়ারী-২০২২ইং। মামলার বাদি আহত ব্যবসায়ী উপজেলার শ্রীপতিপুর গ্রামের খন্দকার সামসুর রহমানের ছেলে খন্দকার হুমায়ন কবির স্বপন (৪১) জানান-তার বাড়ীর পার্শ্বে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রয় করে প্রতিবেশীরা। যার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীরা তার ছেলে খন্দকার মনির হোসেন মুন্না (১৬) কে বাড়ীতে ফেলে পিটিয়ে জখম করে। এসময় ছেলেকে বাচাতে এগিয়ে আসলে খন্দকার হুমায়ন কবির স্বপন (৪১) ও মৌসুমি বেগম (৩২) কেও সন্ত্রাসীরা ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে কুপিয়ে আহত করে। এসময় তারা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া গৃহবধূ মৌসুমি বেগমকে ধরে শ্লীলতাহানী করে। এসকল বিষয়ে উল্লেখ্য করে উপজেলার শ্রীপতিপুর গ্রামের খন্দকার সামসুর রহমানের ছেলে খন্দকার হুমায়ন কবির স্বপন বাদী হয়ে একই গ্রামের মামুন হোসেন, আলামিন, আসলাম, মনি, মোস্তাক আহম্মেদ, সোহান, ইমন হোসেন, আক্তার হোসেন, নাঈমকে আসামী করে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪৪/৩৭৯/৫০৬/১১৪ ধারায় একটি মামলা নং-১২(২)২২ দায়ের করেন। বর্তমানে মামলাটি কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর বাবুল হোসেন তদন্ত করছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *