সমাজের আলো : মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অসামাজিক র্কাযকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সাতক্ষীরা প্রেসক্লাবরে সামনে বুধবার (২৩ ডসিম্বের) বেলা ১২ টায় অনুিষ্ঠত মানববন্ধনে সভাপতত্বি করেন মাওলানা রফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন দেবাশসি ঘোষ রানা, মহিবুল্লাহ, ওয়াজেদ আলী, আব্দুর রশিদ প্রমূখ। বক্তারা বলেন ১১ নং ঝাউডাঙা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে আসাদুল ইসলাম আসাদ (৩৫), তৌহিদুল ইসলাম (৩৮), আজহারুল ইসলাম খোকন (৪৫) রবিউল ইসলাম (৫৬) ও একই গ্রামের বদরুজ্জামান হাসানের ছেলে মনোয়ার হোসাইন (৩৩)সহ কয়েকজন সংঘবদ্ধভাবে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এরা এলাকার নিরীহ মানুষদের জমি দখল করে থাকে। পাশাপাশি চাঁদাবাজিও করে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তারা পুলিশের ভয় দেখায়। এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করে। ইতোর্পূবে সাতক্ষীরার একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক মনোরঞ্জনকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ছাড়া সাংবাদকি ইয়ারব হোসেন, দফাদার কামরুল ইসলাম, গ্রাম পুলিশ রবিউল ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি করেছে। মানববন্ধনে এলাকাবাসী আরো জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তৎকালীন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান ও ডিবি ওসি মহিদুল হক ব্যবস্থা নিলেও বর্তমানে তারা প্রকাশ্যে কারবার চালিয়ে যাচ্ছে। তাদরে নামে মাদকসহ একাধিক মামলা থাকলেও তারা নর্বিঘিনে তাদের কারবার চালাচ্ছে। অসামাজিক র্কাযকলাপে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়গুলো খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *