সমাজের আলো : মানববন্ধন করার লক্ষ্যে ব্যানার টানানো হয়েছিলো। আনা হয়েছিল মাইক। এসেছিলেন নেতৃবৃন্দ। কিন্তু মানববন্ধনের খবর পেয়ে পুলিশ এসে বন্ধ করে দেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী তার কার্যালয়ে বসে সঠিকভাবে কাজ বাস্তবায়নের আশ^াস দিয়ে চার দিনের সময় নেন।
বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় তালা উপ-শহরে প্রেসক্লাবের সামনে উপজেলা নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন শেষ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তর বরাবর স্বারকলিপি হওয়ার কথাছিলো। নেতৃবৃন্দ সকলে উপস্থিত হয়েছিলেন তালা প্রেসক্লাবে। কিন্তু পুলিশ প্রশাসনের বাঁধার মূখে এই মানববন্ধন বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নাগরিক কমিটির নেতৃবৃন্দকে ডেকে নেওয়া হয়। সেখানে স্বারকলিপি কপি তার কাছে দেওয়া হয়। এসময় তিনি কয়েকদিন সময় নিয়ে কাজ বাস্তবায়নের আশ^াস দেন।
তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, তালা উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর নানা ভাবে ঘুষ বাণিজ্যের কারণে বিভিন্ন প্রকল্পে অনিয়ম দূর্নীতি চলমান রয়েছে। এরপ্রতিবাদে আজ তালা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হওয়ার কথা ছিলো। সেই লক্ষ্যে আমরা ব্যানার টানিয়ে মাইক এনেছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের মানববন্ধন বন্ধ করে দেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার ডেকে সড়ক সমাধানের আশ্বাস দেন।
তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার বলেন, তালা সরকারি কলেজ সড়কের নির্মান কাজে ব্যাপক অনিয়ম হয়। বিষয়টি মৌখিক ভাবে সকলকে জানালে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেওয়ার কথা ছিলো। কিন্তু প্রশাসন বন্ধ করে দেয়।
উল্লেখ্য, তালা উপজেলা প্রকৌশলী ও সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলীর অনিয়ম-দূনীতি ও অগ্রিম বিল বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপরই বেরিয়ে আসে থলের বিরাল। একে একে বিভিন্ন প্রকল্পে দূর্নীতি-অনিয়ম ও অগ্রিম বিল দেয় সংশ্লিষ্ট দপ্তর। এনিয়ে শুরু আলোচনা সমালোচনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *