সমাজের আলো : সাতক্ষীরা জেলা পরিষদের লক্ষাধিক টাকা মূল্যের দুটি গাছ কাটে বিক্রির অভিযোগ উঠেছে নলতা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জহুরুল শানা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত ২১ আগস্ট সকাল ৭টার দিকে নলতা টু তারালী সড়কের পূর্ব পাইকারা সিরাজ দোকানের সামনে জেলা পরিষদের আওতাধীন পাহাড়ি শিশু গাছ এবং পূর্বপাইকাড়ার কাশেমের বাড়ীর সামনে অপর একটি পাহাড়ি শিশু কেটে বিক্রয় করা হয়েছে।

এলাকা বাসী অভিযোগ করে বলেন, নলতা ইউনিয়নের তারালী পাইকারা এলাকার মৃত মোহর আলি সানার ছেলে ও নলতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ জহুর আলী সানা ও একুই এলাকার মৃত হযরত আলির ছেলে মোঃ জয়নাল, আনছার আলি গাজীর ছেলে মোঃ নাজিম, মোঃ মিজান ওই লক্ষাধিক টাকা মূল্যের গাছ দুটি কেটে নিয়ে উজুলপুরে জনৈক ব্যক্তির কাছে বিক্রি করেছে।

এবিষয়ে নলতা ইউপি’র চৌকিদার মোঃ ইয়াকুব আলি জানান, বৃষ্টিতে সড়কের উপরে পড়ে থাকা বড়সড় দুটি গাছ জহুর শানা, জয়নাল, নাজিম, ও মিজান কেটে নিয়েগেছে। পরে তার গাছ দুটি কিকরেছে জানিনা।

গাছ বিক্রির কথা অস্বীকার করে জহুরুল শানা বলেন, টানা বৃষ্টিতে সড়কের উপরে পড়ে থাকা গাছ কেটে রাস্তার পাশে রেখেছিলাম। আমি একা কাটিনি আমার সাথে আরও অনেকে ছিল। পরে সেই গাছ কোথায় কি হয়েছে জানিনা।
এব্যাপারে নলতা ইউনিয়নের তারালী পাইকারা গ্রামের জনসাধারণ বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। —————




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *