সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে।বুধবার গভীর রাতে ইউনিয়নের জোড়দিয়া গ্রামে ওই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী জানিয়েছে।সরেজমিনে জানা গেছে, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু দীর্ঘদিন ধরে একটি ঘেরে মাছ চাষ করেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে তিনি মাছের ঘেরে গেলে প্রায় সবখানেই ভেসে ওঠা মরা মাছ দেখতে পান।ভুক্তভোগী ঘের মালিক জানিয়েছেন, বুধবার রাতের কোনো এক সময় কেউ শত্রুতা বশে তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। ঘেরের ভেতরে কয়েকটি প্রয়োগকৃত বিষের বোতলও পাওয়া গেছে।ঘেরে বাগদাসহ প্রচুর সাদা মাছ ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘেরের মধ্যে ক্ষণে ক্ষণে মরা মাছ ভেসে উঠেছে।

