সমাজের আলো : সাতক্ষীরা সদরের বল্লী ইউপিতে রাস্তার পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। এক লক্ষ টাকা মূল্যের ৩টি মেহগুনি গাছ হত্যাকরা হয়েছে। ঘটনা সুত্রে জানা যায়, ১৯ জুলাই সকাল ১০টার সময় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউপির কাঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সরকারি রাস্তার পাশ থেকে ৩টি মেহগুনি গাছ হত্যা করেছে উত্তর বল্লী গ্রামের আজাহারুল ইসলাম। এ গাছটি এক লক্ষ টাকার মূল্যে ক্রয় করেন কলারোয়া বাটরা গ্রামের বিলাল হোসেন। সরকারি গাছ হত্যার বিষয় আজাহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেখছি বলে ফোন রেখে দেন। এ বিষয় বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউএনও’র নির্দেশে ঘটনাস্থল থেকে ৩টি মেহগুনি গাছ জব্দ করে স্থানীয় মেম্বর ও চৌকিদারের জিম্মায় রেখেছি। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ যোহরাকে জানালে তিনি স্থানীয় চেয়ারম্যান ও তহশিলদারের মধ্যমে তৎক্ষণিকভাবে গাছ জব্দ করে তাদের জিম্মায় রাখেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *