সমাজের আলো :- বিজিবি‘র অভিযানে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক কেজি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক করা হয়েছে। আজ দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে সোনা চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত সোনা চোরাকারবারির নাম মাসুদ রানা। সে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মী দাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাট্যলিনের ভোমরা ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলাম জানান, তারা গোপনে সংবাদ পান এক চোরাকারবারি সোনা নিয়ে ভারতের পাচারের জন্য ভোমরার লক্ষ্মীদের এলাকায় অবস্থান করছে ।ওই সংবাদ নিশ্চিত হবার পরে তার নেতৃত্বে সন্দেহজন মাসুদ রানা কে আটক করা হয় । তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এক কেজি ৬৭ গ্রাম একটি সোনারপাত।
যার মূল্য ১,০৭,৩৩,৭১৩/- (এক কোটি সাত লক্ষ তেত্রিশ হাজার সাতশত তের) টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়কলে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পুনা উদ্দেশ্য চোরাকারবাড়ির আটক এর ঘটনাটি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকিত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
