ইয়ারব হোসেনঃ মানুষ মানুষের জন্য স্রষ্টার ইবাদাত আর সৃষ্টির সেবা । মানুষ সেবা বড় ধর্ম।মানুষের যদি জীবন না বাঁচে তা সম্পদ কোন কাজে আসবে না। মানব সেবার এ কাজটি করে চলেছেন সাতক্ষীরা পুলিশ সুপার রহমান মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। জেলার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন জেলা পুলিশের সদস্যদেরকে নিয়ে। নানা সামাজিক ঔ মানবিক কার্যক্রমে পুলিশ বাহিনী প্রতি মানুষের আস্তা বেড়েছে বহু গুন। জেলার হতদরিদ্র ও নিপীড়িত  মানুষের পাশে দাড়িয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম।নানা কারনেই সাতক্ষীরা জেলাবাসির সন্মান ও ভালবাসা আদায় করেছেন তিনি।সাতক্ষীরা পুলিশ সুপার জানান, অসহায় মানুষের জন্য নিজেদের অর্থায়নে করোনা জেলায় আক্রান্ত হওয়ার পর থেকে খাদ্য সহায়তা প্রদান শুরু করেন।মোবাইল ফোনে সংবাদ পেয়ে পৌছে দেন বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী। কখনও গভীর রাতে খাদ্য উপহার সামগ্রী তুলে দিচেছন মানুষের হাতে। সামাজিক দূরত্বটা বজায় রাখা ও মাস্ক ব্যবহার করার  জন্য প্রচার। লিফলেট বিতরন,সাবান বিতরন। করোনায় আক্রান্তদের হোমকোরায়ান্ট নিশ্চিত করেছেন।পুলিশ যেয়ে লকডাউন করে দিচেছন আক্রান্ত ও আশপাশের বাড়ি।আক্রান্ত ব্যক্তির জন্য পৌছে .  দিচেছন ভিটিমিনযুক্ত খাদ্য। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরনকারির কবর খনন।দাফোন ও গোছলের ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।২০জন চৌকস পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে গঠন করেছেন কুইক রেন্সপোন্স টীম।করোনাকে ভয় না করে মৃত্যু ব্যাক্তির লাশ দাফন করবেন এই সাহসী বীর পুলিশ সদস্যরা। টীমে আছেন একজন ইমাম ।রয়েছেন  পুরোহিত। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বার জেলায় যোগদানের পর থেকে নেই কোন পুলিশি হয়রানি।নেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির।সম্প্রতি আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন। রাস্তা থেকে গাছ কেটে পরিষ্কার করেছেন তিনি।তাকে সকল ধরনের সহযোগিতা করে আসছেন লোভহীন কয়েকজন পুলিশ কর্মকর্তা।পুলিশ সুপার ইনতুৎমিস, অতিরিক্ত পুলিশ সুপার  মির্জা সালাউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।সাথে সহযোগিতা করে চলেছেন পুলিশ ইন্সপেক্টরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *