সমাজের আলো: সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।২০ হিজরি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে মহা পুলিশ পরির্দশক বরাবর অভিযোগ করেছেন শ্যামনগর উপজেলার বাদগাটা গ্রামের আলমগীর হোসেন। আলমগীর হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেছেন গত ১৭\১১\২০ । তারিখে গভীর রাতে তার চিংড়ি ঘেরের মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২৮|১১\২০ তারিখে তিনি শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যান একটি অভিযোগ নিয়ে। তিনি এ সময় তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।তিনি পরে ২০ হাজার, টাকা প্রদান করি।অভিযোগ পাওয়ার পরও তিনি কোন ব্যাবস্থা গ্রহণ করেন নি।পরে ২৯\১১\২০ তারিখে বিকালে আমার ঘের থেকে ৩০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে ।মাছ বিক্রির টাকা ভাগাভাগি করে নেয়। তিনি তার মাছ লুটের ও মাছের ঘের ফিরে পেতে পারে এ জন্য তিনি আবেদন জানিয়েছেন।

