সমাজের আলোঃ সাতক্ষীরা জেলায় আরো ২৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪২ জন । সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্যা দেওয়া হয়েছে।   নতুন করে আক্রান্তরা হলেন কালিগঞ্জের মোঃ ফজলুর রহমান, আমির হোসেন, সুলতানপুর, গুলাম আজম, পুলিশ লাইন, হাফিজুর রহমান, কমলনগর, সাইন, কালিগঞ্জ, ফাতেমা, রাজারবাগান,   বাশার, সুলতানপুর,  তাসকিন আহমেদ, কমলনগর,  মজিদ, মুরালিকাটি,  মোঃ আনামুল হক, সিআইডি, আফরোজা বিলকিস, নকিলা কলারোয়া,  মামুন ইসলাম, তুলশীডাঙ্গা, শেখ ইমরান হোসেন, মুরালিকাটি, মিসেস লিপিয়া খাতুন, কলারোয়া আজিজুল ইসলাম, দেড়রা, মফিজুর রোহমান, শ্যামনগর মিজানুর রোহমান, শ্যামনগর মোঃ মনিরুজ্জামান, শ্যামনগর চান্নু মিয়া, শ্যামনগর রোমজান আলি বনশিপুর, শ্যামনগর l মোঃ আবদুল হান্নান, বনশীপুর, শ্যামনগর আবু হেনা,শ্যামনগর মনিরুল ইসলাম, নকিপুর, শ্যামনগর রাজু, শ্যামনগরে ডাঃ নাজিয়া মুজাহিদ, কাটিয়া, সদর সাতক্ষীরা নাজমা খাতুন, সদর সাতক্ষীরা মাসুমবিল্লাহ, খুলনা রোড।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *