সমাজের আলোঃ সাতক্ষীরায় নতুন আরো ৩১ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৭৩ জন আক্রান্ত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার তথ্য টি নিশ্চিত করেছেন। জেলায় আক্রান্তরা হলেন, ডাঃ রীতা রানী, শ্যামনগর ইউএইচসি,
সাহাদাত, রহিম, কাছারিপাড়া। ইমদাদুল হক, কালীগঞ্ রাফিজা, ডাব্লু ও ইদ্রিস আলী, ইসাপুর, নলতা কালীগঞ্জ। সাইদুল ইসলাম, কালীগঞ্জ। কিশোর কুমার কর্মকার, এমটি (ল্যাব) ইউএইচসি কালীগঞ্জ। অমিত কুমার, ফতেপুর, কালীগঞ্জ। আশিম বিশ্বাস, ফতেপুর, কালীগঞ্জ। মাসুম বিল্লাহ, নলতা শরীফ, কালীগঞ্জ। ফয়সাল হোসেন, কলারোয়া। ফিরোজা পারভিন, কালীগঞ্জ। মির্জা খলিল, তালা বাজার। আবদুর রাহমান, দেবহাটা।  আলহাজ আনসার উদ্দিন, খাদেম নলতা শরীফ, কালীগঞ্জ। আলহাজ রোজিনা বিলকিস, নলতা শরীফ, কালীগঞ্জ। কোবির আহমেদ ,সাতক্ষীরা সদর। নুর হাসান, শিকড়ী সাতক্ষীরা সদর। জামিল হোসেইন, পারুলিয়া। কিশোর মন্ডলঙ, পলাশপোল। কামরুল আক্তার, মুন্সীপাড়া। আলহাজ রাহাতুল্লাহ, পলাশপোল। মাহমুদ, শ্যামনাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গীতা রানী, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শায়দুল ইসলাম, পলাশপোল। আসরাফুজ্জামান, কলারোয়া মাহমুদ্দা, কলারোয়া। মুজাহিদ, মহাতপুর। রেজিয়া খাতুন, রসুলপুর। নাজমা খাতুন, পুরাতন সাতক্ষীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *