আজহারুল ইসলাম সাদীঃ বাংলাদেশের ৪র্থ প্রজন্মের আধুনিক প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানী আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাতক্ষীরা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।রোববার (১৪ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরায় অবস্থিত সেঞ্চুরি কনফারেন্স হলে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সাতক্ষীরার শাখা অফিসটি উদ্বোধন করা হয়।মোহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সের সেলস্ ম্যানেজার আজিজুর রহমান ভূঁইয়া ও ফরিদপুর শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার মোশারফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পুরাতন সাতক্ষীরা বাজার সমিতির সভাপতি তাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম নান্টা, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা প্রমুখ।

