সমাজের আলো : বহুল আলোচিত আশাশুনির চন্দ্র শেখর হত্যা মামলার রায় প্রদান করা হয়েছে। মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।আজ সোমবার সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম মোবাশ্বির আলি। সে সাতক্ষীরা আশাশুনি উপজেলার বৈকারঝুটি গ্রামের আব্দুল মুজিদের ছেলে।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুল লতিব জানান, ২০২০ সালের ১৯ আগষ্ট চন্দ্র শেখরের লাশ বৈকারঝুটি এলাকার একটি ঘের থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়।মামলা নং ২৩। পরে পুলিশ মোবাশ্বিরের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন।

