সমাজের আলো : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, একজন কবির দ্বারা কখনও একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়না, কবিতা দিয়েই যুদ্ধ করা সম্ভব, কবিতা দিয়েই সব আন্দোলন বেগবান করা সম্ভব। ‘কবিতায় সিগ্ধতা জলবায়ূর নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সপ্তদশ কবিতা উৎসব ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এবস কথা বলেন। কবিতা পরিষদ, সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, রাজনীতিক ও সমাজসেবক শেখ নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা শহীদ মিনারে ও শহীদ আব্দুর রাজ্জাকের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। বরাবরের মত এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, নিরাপত্তা ও শান্তিতে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সমাজসেবায় আব্দুস সবুর বিশ^াস, কবিতায় কবি দুখু বাঙাল, কবি আমিনুর রহমান সুলতান, কবি স.ম তুহিন ও কবি শিমুল পারভীন। অনুষ্ঠানে ঘোষনাপত্র পাঠ করেন, শেখ সিদ্দিকুর রহমান, শোক প্রস্তাব পাঠ করেন, আমিনুর রশীদ, আহবায়কের বক্তব্য দেন কবি গুলশান আরা।তিনটি পর্বে দিনব্যাপী এই উৎসবটিতে জেলা জেলার বাইরে থেকে শতাধিক কবি ও কবিতাপ্রেমি অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কবিতা পরিষদ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *