সমাজের আলো : সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৫ জনের মৃত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যু ৮৫ জন এবং উপসর্গে ৫৭২ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা সংক্রান্ত ফোকাল পার্সন ডা. জয়ন্ত সরকার দৈনিক পত্রদূতকে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শনাক্ত হয়েছে ২০ জনের। শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। তিনি জানান, এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৭১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৮২৩ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৬৬ জন। চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন এবং বেসরকারী রয়েছেন ৪ জন। এছাড়া ১ হাজার ১৩৯ জন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে ১৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বেসরকারীতে নিচ্ছেন ৪৬ জন।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক