সমাজের আলোঃ করোনার মধ্যে রোববার থেকে থেকে খুলে দেয়া হয়েছে জেলা শহরসহ উপজেলার সকল শপিংমলগুলি। সাতক্ষীরা শহর ফিরে পেয়েছে তার পুর্বের চিরচেনা রুপ।
শহরের অধিকাংশ সড়ক এখন রিক্সা, ভ্যান ও ইজিবাইকদের দখলে। শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানসহ সড়ক গুলোতে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড়। কোন প্রকার মানা হচ্ছে না সামাজিক দূরত্বটা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য ইতিমধ্যে ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।
অভিযোগ সাধারন মানুষ সামাজিক দূরত্ব না মেনে শহরে চলাচল করছেন ।খোলামেলা চলাচল করে কেনাকাটা করছেন। এতে করে করোনা ভাইরাস আরো বেশী সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। অনেকের মধ্যে বেড়েছে উদ্বেগ আর উৎকন্ঠা ।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, শপিংমলসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকদের তাদের ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবস্থা রাখা, ক্রেতা বিক্রেতা উভয়ের মাস্ক পরা, হ্যান্ডগ্লাভস ব্যবহার করা, চার ফুট দুরত্বে ক্রেতাদের অবস্থান নিশ্চিত করা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়াসহ ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে। এই ৮ দফা নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। তিনি আরো জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে বাজার মনিটরিং করার ব্যাবস্থা ও রাখা চলমান রয়েছে, তারা তদারকি করছেন কোথাও আইন অমান্য করা হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে ।
জেলায় অধিকাংশ এলাকায় সামাজিক দুরত্ব না মানা হলেও প্রশাসনিক ভাবে আইনগত কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে সবার এমনটাই মনে করছেন সকলে।
