সমাজের আলো : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ বিকাশ গংরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের শ্যামা প্রসাদ বসুর ছেলে শান্তনু বসুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, মারপিট ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় শান্তনু বসু বাদি হয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের মৃত পঞ্চানন ঘোষের ছেলে বিকাশ ঘোষ, একই গ্রামের মধুসুধন আঢ্য’র ছেলে মৃত্যুঞ্জয় আঢ্য, মৃত পঞ্চানন কবিরাজের ছেলে কানাই লাল সাহা, শংকর অধিকারীর ছেলে রতন অধিকারী, জিতেন্দ্র সাহার ছেলে বাবু সাহা, অনিল কর্মকারের ছেলে রবিন কর্মকার, মৃত জিতেন্দ্র নাথের ছেলে বরুন সাহা, বালিথা গ্রামের মৃত অরুন ঘোষের ছেলে দিপংকর ঘোষ, ধুলিহর বালুইগাছ গ্রামের দুলাল পালের ছেলে পবন পাল বালিথা ঘোষপাড়া গ্রামের মৃত কার্তিক ঘোষেল ছেলে তপন ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেকারণে উল্লেখিতরা শান্তনু বসুর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি সহ খুন জখমের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই জের ধরে ১২ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২টার দিকে বিকাশ ঘোষের নেতৃত্বে উল্লেখিতরাসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন হাতে লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ ও কুড়াল সহ মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শান্তনু বসুর বাড়িতে ঢুকে তার স্ত্রী শিল্পা রানী বসুকে অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে। এসময় প্রতিবাদ করলে বিকাশ ঘোষের হুকুমে অন্যান্য আসামীরা শিল্পা রানী বসুকে মারপিট করে তার শ্লীলতাহানী ঘটনায়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আসামীরা শান্তনু বসুকেও মারপিট করে এবং একপর্যায় গলা টিপে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা করে। এসময় তারা নগদ ২লক্ষ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ সাড়ে তিন লক্ষাধীক টাকা মূল্যের মালামাল ছিনতাই ও লুটপাট করে। এছাড়া বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে আরো ২৬ হাজার টাকার ক্ষতিসাধন করে।
অভিযোগে আরো বলা হয়, আসামীরা মারপিট ও লুটপাটের সময় শান্তনু বসু ও তার স্ত্রী শিল্পা রানী বসুর আত্মচিৎকারে পাড়া প্রতিবেশীরা এগিয়ে এলে আসামীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বলে, রাতের বাড়ী ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিবে। এসময় তাদেরকে খুনজখমের হুমকি দিয়ে আসামীরা চলে যায়। তাদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি এখন চরম নিরাপত্তহীনতায় ভুগছেন।
অভিযোগের তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আসাদ বলেন, বাদির অভিযোগ পেয়ে শনিবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাদির অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আমি ওসি স্যারকে জানিয়েছি। তিনিই পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।

