সমাজের আলো: বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায় অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা।
মঙ্গলবার বিকালে শহরের কাটিয়া কর্মকারপাড়া মন্দির থেকে রথযাত্রার বহর বের হয়। পরে ধূলিহর থেকে শ্রী শ্রী জগন্নাথদেবের আশির্বাদ নিয়ে বহরটি আবারও ফিরে আসে কাটিয়া মন্দিরে। সেখানে ভগবত পাঠের মধ্য দিয়ে রথযাত্রা সম্পন্ন করা হয়।
করোনা সংক্রমনের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে এই রথযাত্রা। এতে অংশ নেন দীনবন্ধু মিত্র, গৌরচন্দ্র দত্ত, বলাই কুমার ।

 
			 By Sardar Abu Syed
   By Sardar Abu Syed