সমাজের আলো : সাতক্ষীরায় ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরধরে পৌর আওয়ামীলীগের প্রবীণ নেতাকে মারধর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় সংলগ্ন এম. আর. আর এন্টারপ্রাইজ নামক ব্যাবসা প্রতিষ্ঠানে এ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত হন ওই ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মহিদুল হক ও তার ছেলে রিজভী রেজওয়ান।
এবিষয়ে ওই পৌর আওয়ামীলীগ নেতার ছেলে রিজভী রেজওয়ান বাদীহয়ে সাতক্ষীরা সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে আরো ১০- ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত এজাহার দিয়েছে।
হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্তরা হলেন, সাতক্ষীরা সদরের বকচারা এলাকার মোসলেম লস্কর এর ছেলে আলম, মোঃ হাসানের ছেলে রোকনুজ্জামান, একুই এলাকার সিরাজ গাজীর দুই ছেলে মোঃ আলিম ও মোঃ করিম, জিয়াদ মুন্সির ছেলে হাফিজুর, মজনুর ছেলে শামছুর ওরফে খোকা ও মোসলেম লস্কর এর ছেলে জিয়া।
এজাহারের বাদী রিজভী রেজওয়ান জানান, গত বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রসুলপুর মাঠে ফুটবল খেলা করা নিয়ে বিবাদীদের সাথে আমাদের গ্রামের লোকজনের মধ্যে গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জেরধরে বৃহস্পতিবার সন্ধা ছয়টার দিকে বকচরার আলম ও রোকনুজ্জামানের নেতৃত্বে এক সাথে ১০- ১২টা মোটরসাইকেলে করে ২০-২৫ জন লোহার রড, বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে আমাদের সার্কিট হাউস মোড় সংলগ্ন দোকানে অতর্কিত হামলা চালিয়েছে। এসময় তাঁরা বাঁশের লাঠি, হাতুড়ি ও লোহার রড দিয়ে আমাদের দোকানের মালামাল ভাংচুর করতে থাকে। আমার বাবা তাঁদের বাঁধা দিলে, তাঁরা বাবাকে বেধড়ক মারপিট করে। তাঁরা আমার বাবার ঘাড়ে ও বাম পায়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে বাবার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও রক্তজমা জখম ছাড়াও বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে গেছে। বাবাকে ঠেকাতে গেলে তাঁরা আমাকেও একুই ভাবে লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করেছে। তাঁরা ভাংচুর এর পাশাপাশি আমাদের দোকানে ব্যপক লুটপাট করে। দোকানের ক্যাশ বাক্স থেকে নগত ৩৭ হাজার দুশো টাকা, একটি রেডমি নোট ৭ প্রো মোবাইল ফোন যার মূল্য ২২ হাজার টাকা ছাড়াও ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীসহ কয়েক কাটুন সিগারেট ও মুূদি মালামাল লুট করে নিয়েযায় তাঁরা। এসময় আমাদের আর্তচিৎকারে মোড়ের লোকজন ছুটে এসে আমাকে ও আমার বাবাকে তাঁদের হাত থেকে রক্ষা করে সদর হাসপাতালে নিয়ে যায়। এসব ঘটনা আমাদের পার্শ্ববর্তী ব্যাবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। আমার বাবা মহিদুল হক এখন মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আওয়ামীলীগের একজন প্রবীণ নেতা। তার উপরে হামলার ঘটনা দেখে ও শুনে সার্কিট হাউস মোড় এলাকার একাধিক ব্যক্তি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। খবর পেয়ে সাতক্ষীরা জেলা আওয়ামিলীগ এর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোমির পাল সদর হাসপাতালে আমার বাবাকে দেখতে আসেন। এসময় তারা এঘটনার তীব্র নিন্দা জানান।
আমার বাবা ও আমার উপর হামলা দোকান ঘর ভাংচুর লুটপাটের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স ম কাইউম জানান, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় ওই পৌর আওয়ামিলীগ নেতার ছেলে রিজভী রেজওয়ান বাদীহয়ে একটি এজাহার দিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
